সুপাত্রে ভরসা, মস্ত বড়ো খুঁটি ,
আস্থায় মহা বল্ , এর জুড়ি নেই দু’টি ।
ন্যাস্ত থাকলে ভরসায় মেলে শুভফল
কক্ষনো করি না তারে অনাদর
সে যে অসময়ের বন্ধু বাস্তব ধরাতল ।


শিশুর মাথায় পিতা-মাতার ছায়া
রাতে আসে তার প্রস্বস্তির নিদ্রা
ভরসা, চুম্বকীয় আকর্ষণ সে মায়া ।


কিছু আছে সুচতুর খল
আহামরি ! কত যে চল
নকল ভরসায় জন করে মাতাল
একদা করে আপসোস
যখন- জীবনে নামে ঢল ।
কতর মনে ভরসায় বেঁধেছিল বাসা
অচল বেলায় করে হা-হুতোশ
শেষ সময় পুরণ হয় না আশা ।


(২২-১০-২০২২)