মনের এক পক্ষ, শ্রেষ্ঠতম উত্তম বিচার
অপর পক্ষ বিভেদকারী, অনাচার -
দ্বন্দ্ব দুই মহা শক্তির জ্ঞানে আর ব্যবহার ,
বিনা আচারে বিচার, কৈ সুসমাচার ?


আচার যদি হয় লুকানো, বগলে ছুরি-
বাজিয়ে উল্লাসে ঢাক-ঢোল, তুরি-ভেরি ,
মাহাত্ম্য ধর্ম কথা, শুধু পাড়িলে-
সর্বগায়ে রামালবি, জড়িয়ে ধরিলে-
তবু সাজিয়া সুস্বচ্ছ ফকির -
গড়ে ওঠে না সে, আদর্শ পীর !


বিরোধে পিষিছে আচার বিচার-
যাঁতার দু’পাটে তারা সচরাচর ;
মেলে না বিচার, সাথে সহমত কাজ ,
কথা কাজে বড়ো অমিল আজ ৷


আচার যেন সমুদ্র, বিচার যেন ঢেউ-
যদি উত্তাল সাগরে পথ খোঁজে কেউ !
দ্বন্দ্ব ভুলে উভয়ে মিলে-
এক হয়ে, সুআচার বিচার গলে মিলিলে ,
কার্যকর মেলে ঐ সর্বশ্রেষ্ঠ ইপ্সিত সুপথ  ;
সাথে মঙ্গল রূপী শোভে সেই জয়রথ ৷


আশা, যশ, সুখ, আনন্দের প্রতিক্ষা ,
ব্যর্থ অহিত, ক্ষুদ্র স্বার্থ, করিয়া উপেক্ষা ;
ত্যাগে, জ্বালিয়া মশাল শুভ অগ্নি শিখা -
ধরিয়া অর্জুন লক্ষ্য ! ভীষ্ম প্রতিজ্ঞা ,
পাঞ্চজন্য বিজয় শঙ্খ বাজিয়ে-
সম্ভব ! আকাশ বাতাস উত্তাল কাঁপিয়ে ,
প্রতিটি কর্মে মেলে সুযশ, হলে সহমত -
বিচার আচার সর্মূলে সমাপ্তিতে সংঘাত ৷
(ইং-০৯-০৮-২০১৬)