ওগো সচলা চঞ্চলা,        বজ্রত্যেজ বালা,
             ক্ষণপ্রভা-সৌদামিনী ;
ওগো, অতি উজলা,         জ্যোতি প্রবলা,
            তুমি যে বিদ্যুৎ রানী ৷
গর্জনে মেঘাড়ম্বরে ,       একা শূন্য অম্বরে,
            কতনা মায়ার খেলা !
ক্ষণ মেতে আছো,          ক্ষণ-ক্ষণ নাচো,
            বিচিত্র উজ্জ্বলা মেলা ৷
দিগন্ত ভেদিয়া,                 হঠাৎ উদিয়া,
            আভাসে বলো কথা ;
ত্বরিৎ হবে শীতল,         মিলিবে জীবন জল,
            ছলনা ধরো না বৃথা ৷
মেঘের সাথে সাথে,        থাক তুমি মেতে,
            সঙ্গি সাথী যে তারা-
ঘন বাদলেরে,                সাদরে সজোরে,
            দাও সময়ে নাড়া ৷
হে তড়িৎ, ঐ অবহেলা ,    সারো তব খেলা,
            বোঝাতে তোমার শক্তি ;
প্রচণ্ড চমক বেশে,     কায়া আনো প্রকাশে,
            প্রকৃত তোমার স্থিতি !
জীব জগতে,               ভয় দেখাতে,
            জুড়ি তোমার যে নাই ;
জাগ বজ্রগর্জনে,         ধ্বনি হানো কানে,
            বলো ? কোথায় পালাই !
সদা তব ভাবনা ,         তবু দানো সান্ত্বনা ,
           পরহিত কাজ সদাই ;
তুমি আসো তাই ,         বৃষ্টি মোরা পাই,
           অভাবেরে করো ভরপাই ৷


(ইং-১৬-০৬-২০১৭ )