শিক্ষাটা মানুষকে মহামানুষে করে রূপান্তর
আবার শিক্ষা গুণে গড়ে অভদ্র মহাবান্দর ,
হলেও দেবতার সে তনয়-শিশু
অশিক্ষায় রূপান্তর হয় সম পশু ,
হয় সৃষ্টি শূরাসুর, শিক্ষাই মূল জ্ঞান-আকর ।

অশিক্ষিতর হাতে উঠলে কুড়াল
জীবনদানী বৃক্ষ কেটে জঙ্গল শেষ বেতাল ,
অজ্ঞতা-অপটু বিচার দ্বারা
অনৈতিক তারা পাগলপারা ,
ধ্বংস কাজে সমাজ মাঝে হয় সে মাতাল ।

(০৬-০১-২০২২)