খাও ও খেতে দাও
এ জ্ঞানধারা উত্তম
এ শীলতা মনুষ্য কর্ম বিচার দূরে রাখে যম !
এ গুণ যুগ-যুগ ধরে যদিও বিদ্যমান
জীব অস্তিত্ব এ ধরায় টিকে প্রতিয়মান ।


হোক জ্ঞানী- বুদ্ধিমান বা ছল
কারো নিস্তার নেই
মানুষ হয় পতনোন্মুখ হারিয়ে এ জ্ঞান  
মানুষের জীবনে নামবেই ঢল ।


জ্ঞানীর বাণী লেখেন- খত
জীবনে সহ্যতে থাকো প্রস্তুত !
সুপ্ত প্রতিক্রিয়া , হিংসা-নফরত্
রাগ-বিদ্বেষ, দাঙ্গা, অশুভ হরকত্
লুট- রাহাজানি , আপসে তিক্ততা
মানুষ হবে না কুণ্ঠিত কর্মে, খুন-হত্যা !


এই ভরসা যোগ্য সমাজের মাপকাঠি
"খাও ও খেতে দাও" ,আপসে প্রীতি ,
সংসারে মলয় হাওয়া বয়- পরিপাটি
অম্লান বয়ে চলে ধারা, শান্তির স্মৃতি ।


(১৫-০৪-২০২৩)