হীনমনার যদি মেলে- মানসম্মান
তুলপাড় কাণ্ড- জমিন আসমান ,
ইঁদুর পেলে ন্যাকড়া টানাটানি সার –
অমূল্য সম্পদ ভাবে সে ন্যাকড়ার
খুশীতে মন মজে অদ্ভূত ভাবনার ,
এসব ঘটনা কত যে ভরে সংসার ।


গুণী তাঁর গুণগান নামযশ খ্যাতি
করেন না হাঁকডাক হীনমনা ভাতি ।


হীনমনা চায় শুধু নামটি প্রচার
মাতাল আদিখ্যেতা, কর্মটা তার ।
খবরে শিরোনামে চাই তার নাম ,
আপ্রাণ করে কত অপ্রিয় কাম
নিজেরে গড়া চাই অমূল্য রতন
নাম-উত্থানে তারা থাকে মগন ।
না মাথা ব্যথা, জাগ্রত সুনামে দেশ
না বাঞ্ছা ক্ষুদ্রের ,দূর হোক ক্লেশ ।
হীনমনা পেলে পদ, ইচ্ছেটা বড়া ,
সে করে ভালোরে সমূলে নেড়া !


(ইং-১১-০১-২০১৯)
বড়া > বড়ো