ঘোলা জল, ধূমিল বায়ু ,
সমস্যা সংকুল জীবন পথ
দিন-দিন কমছে তায় আয়ু ।
বাঁচায় ভীষণ আশ
চারিদিকের আবহাওয়া ভয়াবহ
গলায় বাঁধবে যেন ফাঁস ।
ঝালাপালায় বিচিত্র সুর
সুস্থ্যতায় দাঁড়ানো দায়
ভরসারগুণী তারা রয় দূর-দূর ।


টলমল জাহাজ !
মুখ খুলে ঐ হাঙর সব
তারা রক্ত চায় আজ ।
স্বপ্নে দেখা, এহেন নিয়তি
আগে কি হাজির অজানা ক্ষতি ?
এই ফুরালো বুঝি জীবন জ্যোতি ।


(০৯-০১-২০২২)
আশ >  আশা ।