বিজ্ঞান দিয়েছে অশেষ সীমাহীন জ্ঞান
কত জনার জীবনে সূর্য হয় উদয়
মানবতার উত্থানে অগ্রগতিময়  
জাগে ,অনুরাগে কত কত আত্মসম্মান ।


এ অমূল্য জীবনের সর্বসুখ-খুশী ত্যাগে ,
বেজ্ঞানিক ছিলেন অগ্রদূত সম্মুখ ভাগে ।
ইচ্ছাকৃত তুচ্ছ-তাচ্ছিল্য পণ্ড সে মহিমা
বিজ্ঞানকে পিছুটেনে পরায় ধর্মের জামা !


ঢেঁকি স্বর্গে যায়, ধানভাঙা কর্মও সেথায়
সব পেয়েও আদিরূপ, জীবন ভাবনায় ,
বাস্তবে কুকুরের লেজ , স্থিতি সতেজ
জীবনটাই এরকম,উড়ো ভাবনা যতেক ।


(০১-০৬-২০২৩)