সভ্যতার শিখরে আজ মানুষ
কিছু, ফাঁকে জেঁকে উড়ায় ফানুস ।
ধনমানজ্ঞানে উন্নতির পর্বত শিখর ;
খলেরা খবর নেয় মুনাফায় জবর ।


চির প্রতিদ্বন্দ্বী ওরা ভাল ও মন্দে ,
ঝঞ্ঝাকালে মাঝি দাঁড় টানে ছন্দে ;
বাঁচা এবং বাঁচানোর তরে সর্বপ্রাণ
চালকের গুণধর্ম প্রচেষ্টা-অভিযান ।


কুকুর তার লেজে দেয় জুৎসই তা
অপূর্ব রূপ নেয় ,শোভে বক্রতা ,
লুঠমণ্ডলী সুযোগ পাওয়া নিমিত্ত
নাও ডুবানোর মুহূর্ত ,ভরে চিত্ত ।
উপকারী হন্তা, অসুখের ঠিকানা ,
দস্যুবৃত্তির মন, আনন্দে আটখানা ;
লেজ মহিমায় কেন কুকুর দোষ ?
লুটের মোহ পাশে ওরা যে পোষ্য ।


(০৩-০৬-২০২৩)
জবর > খুব বেশি ।