বিশাল দেশ, নানা মতবাদ জনতার
জনতা ভাবে, শাসক- তারও আছে
আইন-কানুনে একছত্র অধিকার ।
জনতা ভাবে, শুধু শাসক করে
আপদ-বিপদে বাঁচায় সে সবুরে ।
যতই সাধারণ করুক না সুখ কল্পনা
আসলে তা’ না ! সবই পুঁজির ছলনা ।


কিছু আছে ধনাঢ্য ,তাঁরাই চালক
গুপ্ত-স্থিতি, পলে পলে চালাকি
পুঁজিতন্ত্রে কার্যতঃ নসীবের ফাঁকি ,
জন-চিন্তন মনঃমাঝে- বিরাজে ভুল
শাসক যে তার হাতের খেলনা পুতুল !


ধনাঢ্যের পছন্দ মত চাই শাসক
নচেৎ দুধের মাছি, তুলে ফেলা-
তার অস্তিত্ব শেষ করা হোক !
রং পালটায় দেশে সমাজে
মহৌল্লাসে পুঁজি সে থাকে মজে ।
দেশের এক্তিয়ারের জাবতীয় কর্ম
পুঁজির ইশারায় সব কেনা-বেঁচা হয়
এখানে কর্তা এককথায় পুঁজি মহাশয় ।


(২১-০৪-২০২৩) নসীব -অদৃষ্ট, ভাগ্য ।
"জনসংখ্যা কে খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ, যানবাহন সহ অত্যাধুনিক সমস্ত উপদান যোগানোর জন্য পুঁজির বিকল্প পুঁজিই। যিনি বা যাঁরা এই পুঁজি যোগান - তারা তো চালকের আসনে থাকবেই।"


কবি বিভূতি দাস আমার  কাব্য – “ছুপে রুস্তম-১” । সেখান (২০-০৪-২০২৩) মন্তব্য পেয়ে , এই কাব্য- শ্রদ্ধেয় কবির সম্মানে আমার -- আসরে রাখা ।