যেখানে যখন দেখে লাভ -
পুঁজি দেবেই সেদিকে লাফ ,
তার কথা, লাভের মহত্ত্ব
পরম একমাত্র ধর্ম-সত্ত্ব ;
হোক না সমাজে রক্ত ক্ষরণ
পুঁজির বাড়ে আহলাদী মন ।


এদিকে ধনাঢ্য, লক্ষ্মীর বরপুত্র
অন্যদিকে সর্বহারারা অনাহারে ত্রস্ত ;
আইন-কানুন দিখাবটি রূপ -
গরীবের পক্ষ নীরস খুব ।


লক্ষ মেধাবী ছাত্র
পুঁজির বেড়াজালে
তারা অবহেলিত মাত্র ।
বর্গের ফাঁটল হয় বৃদ্ধি
এ সবই পুঁজির সৃষ্টি ,
তবু তার আছে মোহিনী মায়া
ছাতায় সে কাদের মাথায় ধরে ছায়া ?
বুঝবে না কক্ষনো গরীব
তাকে আফিঙের নেশায়
করে রাখা হয় ঢিপ !


(২২-০৪-২০২৩)
ঢিপ > স্তূপ, রাশিকৃত ।
"রক্ষক যেথা ভক্ষক সেথা
মরা সেতো বাঁচিয়াই !"
পুঁজি পতিরাই পক্ষান্তরে দেশ শাসন করে ! তাদের ইশারায় দেশ চলে ! তাদের সুবিধা ভেবেই মনে হয় দশের আইন তৈরী হয় ! যথার্থই কবি! > মন্তব্য কবি দীপ্তি রায় ।
কবি দীপ্তি রায় , আমার কাব্য–“ছুপে রুস্তম-২” । সেখানে(২২-০৪-২০২৩)মন্তব্য পেয়ে , এই কাব্য- শ্রদ্ধেয় কবির সম্মানে আমার -- আসরে রাখা ।