পূঁজিবাদে রাজনীতি ও পুঁজি, আত্মিক যোগসূত্র ,
যেমন সুতো ও কাপড় মধুর সম্পর্ক- গোত্র ।
কাজে দেখা যায় জল ছাড়া বাঁচে না মাছ
পুঁজি ও নেতা তার তেমনি সাজ !
নেতা তার সবকিছু ফেলে
মাতে, পুঁজির যোগাড়ে
তার দেশ ভক্তি পরে ।


অর্জুন দৃষ্টি ,পাখীর চোখ
পুঁজি সংগ্রহ নিয়ে ভীষণ যোগ ,
জনতা ছদ্মনেতার পুঁজির ছল চালে
মায়ার ক্ষণিক তারা কষ্ট যায় ভুলে ।


নেতার ভাগ্যে, দুধ-ঘি-মধু-কাজু, যত
গরীব পায় না ফ্যান-ঘোল-সাবু মনের মত ।
পুঁজির বদৌলত কেহ আকাশে গর্বে ওড়ে ,
আর্তজনের রাতের ঘুম ,খালি মাটিতে পড়ে ।


(২৭-০৪-২০২৩)
যোগ > সংযোগ, মোহ ।