অকাজের কৃত্তিম চাহিদা
পুঁজির পরম এক খেলা- নেশা ,
তার জন্য রাতদিন তার মাতা
ভালবাসে সে শকুনির পাশা ।


আবাল-বৃদ্ধ-বনিতা , নাচায় -
অকালে এঁচড়ে কাঁঠাল পাকায় !
লালসার বন্যা ডাকে ,
বিজ্ঞ, সাধারণ, ডুবায় সবে পাঁকে ।
পঙ্গপাল মন , খুঁজতে সে রতন
আগুনে ঝলসে প্রকৃত সর্বজন
এ যেন রূপ, বাঁচার ধরণ ,
অধঃগতি ,বস্ত্রও হয় হরণ ।


শতকরা দু’জনা, যাঁরা উপরে
কেবল খাবে ! দেখতে থাকে অপরে ,
অপেক্ষায় তার, সুদিন কবে ফেরে !


(২৩-০৪-২০২৩)