শিশুর মন খেলনাপ্রতি রয়
যুবকের, প্রেয়সীর চিত্ত জয় ,
বৃদ্ধ-বৃদ্ধার খোঁজ, সুখের বৃন্দাবন
সবই পুঁজি, গোপনে করে নিয়ন্ত্রণ ।


কত বাধ্য দু’বেলা আহার জুটাতে পেটে
কেহ হাড়ভাঙা খাটুনী খাটে -
কারো বা সুখ জোটে না মোটে ,
আবার অকালে জীবনটা যায় মাঠেঘাটে ।


সমৃদ্ধি -উন্নতির মাপকাঠি
সে একমাত্র দাদা , পুঁজিই পরিপাটী !
কারো বা রাষ্ট্রীয় সম্মানে হয় বিদায়
কত দুঃখীর ভাগ্য প্রবঞ্চনা
মৃত্যুতে দেড়গজ জমিন নসীব হয় না !
হাজার হাজার উদাহরণ আছে হেথায় –
এ জীবন চলে পুঁজির মায়ায় ।


(২২-০৪-২০২৩)