পুঁজির ধর্ম ছাদ্মিক সুন্দর সাজ
লোক ঠকাতে সে ভারী ওস্তাদ ,
যা খবরে নয় ! করে খবর ,
মাতে, আবালবৃদ্ধবনিতা
মোহিত হয় ,কাটে না ঘোর ।


পুঁজির কাজ, লাভ আর লাভ
আকর্ষণে, দেহে তার আঁতর মাখানো
তার ছোবলে , দেহ মন হয় শুকনো ,
পেতে রাখে মহা ফাঁদ -
ফাঁদে ফেলে, সব করে বর্বাদ !
গোপনে ,নীরবে তার কর্ম চলে -
লোক-জন ধরে, বড়ো কৌশলে ।
দেখা, হাড় জিরজিরে সব চেহারার
পুঁজি, নিংড়ে রক্তশূন্য করেছে তার ,
প্রতিটি ঘরে কলহ- দ্বন্দ্ব
একমাত্র কারণ পুঁজির জন্য !


(২০-০৪-২০২৩)