পুঁজির মুখ্য অহম কাজ
সাধারণ বহুসংখ্যক ধাঁধাঁয় করুক বাস ,
এমনি লীলায় তার যে মোহিনী সাজ
ভাবনায় অপূর্ব চালবাজ পুঁজি আজ ।


জ্ঞানে ,সত্য আসল হ’তে-- রাখে ক্রোশ দূর -
সমাজে বিভেদ সৃষ্টিতে সে যে পটু-বাহাদুর ,
তার সাহায্যে দাঁড়ায়- খল ,কূট , চরিত্রহীন
পাই বিঘ্নবাহক ব্যবহার, কর্তব্যবোধে সমীচীন ।


মানব সমাজকে ঘিরে স্বর্ণলতা বেষ্টিত বন
উপরে কত না সুন্দর রূপ মনোমুগ্ধকর, রতন !
বিভোরে সবে সহজে  তাকে করে যতন ।
রক্তশূন্য গরীব, ধুঁকে ধুঁকে চলে পুঁজির ইচ্ছায়
ঐ যে কুহকিনী !আগে সে বাঁচার আশা যোগায় ।
পরিশ্রমের মণ্ডি করে জীবন, ধীরে-ধীরে আগে বাড়ে ,
পুঁজি সবকিছু হরণ করে, ভালোবেসে-এ সংসারে ।


(২৩-০৪-২০২৩)