গণতন্ত্রে পুঁজির বেশ ভুমিকা জুড়ে ,
পুঁজি, দিনে ঘোমটা দিয়ে চলে
রাতে সে বদ্ধ সুরম্য হোটেলে
রঙধনু জিলিক মারে !
সরকারী আমলা, ব্যবসায়ী, করে লীলা
কত কত দু’নম্বরী পয়সায়- পরে মালা ,
পুঁজির কাছে সততায় যুধিষ্ঠীর
আরো কত মহাপুরুষ মুনি-ঋষির
মন উচাটনে তারা হয় উতলা ।


ভোটবাক্স করবট নেয় ,
পুঁজির পক্ষ পায় জয় ।
গরিবের সম্পদ হয় কুর্কী
'করের' বাহানায় অত্যাচার আরো কত  কি ,
পূঁজির রঙে রং পালটায় , নেতা চরিত্র
পুঁজি সে বাধ্য করে ভালবাসতে গণতন্ত্র !


(২৩-০৪-২০২৩) করের > খাজনার ।
১/-গণতন্ত্রের আড়ালেও চলে পুঁজিবাদ।একদল ধনী হতেই থাকে আর একদল গরীব।এটাই চলছে আদিগন্ত কাল।খোলস পাল্টাচ্ছে ভেতরটা এক। > মন্তব্য কবি চিত্রলেখা দত্ত । >“ছুপে রুস্তম-২ ”  
২/-সমাজ ও সমাজ প্রতিদের দৌঁরাত্মা আগেও ছিল। এখনো একই ভাবে প্রোথিত। এই বেড়া জাল হতে বের হওয়ার উপায় বের করতে হবে। কারা করবে? আমাদেরই বের করতে হবে।> মন্তব্য কবি ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব ।  >“ছুপে রুস্তম- ৩”
সেখানে-(২৩-০৪-২০২৩)-মন্তব্য পেয়ে অতি মুগ্ধ, এই কাব্য- শ্রদ্ধেয় কবি দু’জনার সম্মানে আমার -- আসরে রাখা ।