সর্বশক্তির উৎস সে মহামায়া
নাম তার পুঁজি, সুখের ঠিকানা ,
রূপে সে সুগন্ধি সুশ্রী কায়া ;
তার আগে পিছে কত খাটে
আদা-নুন খেয়ে, ঘর্ম ঝরালে
তবে কিছুটা তার নাগালে জোটে !


যেখানেই হোক না সে সমাগম
সর্বস্থলে এমন কি দেবস্থানেও
একনিষ্ঠ তারই আরাধনা মাতম ।
বাঞ্ছা থাকে পবিত্র মনে প্রার্থনা  
সর্বধ্যান পুঁজিরই মাত্র কামনা ,
দক্ষিণা যেদিকে বেড়ে পড়ে
পুজারী বড় আগ্রহে দেখে ঘুরে !


এই পুঁজিই জীবন জ্যোতি
পুঁজিসনে সবের বাড়ে প্রীতি ,
নেশার মধুর শরবৎ
যে ধরতে পারে সে মহান-মহৎ ।


(২৩-০৪-২০২৩)