পুঁজির শক্তি অপরিসীম ঘনঘটায় ,
আর্থিক উলটফেরের বাদশা
অতি লাভে সে নির্দয় হামেশা
এমন কি বিশ্বযুদ্ধও সে বাধায় !


যতেক জটিল কর্মকাণ্ডের মাঝে
ছুপে রুস্তম ,পুঁজি বিরাজে
আস্থায় ধর্মকর্ম, ব্যবহার যদিও-সচল
সবই পুঁজির অধীন- গোলাম ,
পুঁজি, দুনিয়াকে রাখে ব্যতিব্যস্ত চণ্চল ;
অভাবে কত হয় পাগল- বিক্ষুব্ধ
সবই পুঁজির দান তারই গণ্ডিবদ্ধ ।


উত্থান পতনে পুঁজিই ধরে রাখে পাল
ধনলক্ষ্মী বিমুক হলে শুকনো গাল ।
পুঁজির চাপে বাড়ে আস্থা- আরাধনা
চলে নিত্যধারা সর্বশক্তিমান পুঁজির প্রার্থনা !


(২৩-০৪-২০২৩)
এখানে, ঘনঘটা > বিষ্ময়ভরা কালোমেঘ ।