ডিজিটল দুনিয়া, বিজ্ঞানের দান
পৃথিবী দূরত্ব সে করে নিকট আপন ,
মানুষে মানুষে বাড়ায় আপনত্ব
আনে পরিবর্তন বহুতর জীবন-মান ।
অপর দিকে বিজ্ঞান সুযোগে, বিঘ্ন ঘনায়
বাহুবলী বাড়ায়-পেশীবল মারণ অস্ত্র
তার অগাধ পাঠ করে ধ্বংসের মন্ত্র
মহামূল্যের মানবতা ধর্ম অকালে হারায় ।


আজ জগতে বিজ্ঞানের দান- হয় বরষণ ,
মানব মঙ্গলে অশেষ তার পরিচায়ক
কিছু আবার তার সাহায্যে
নিজ স্বার্থসিদ্ধি লাভে । মানবতা করে হরণ
প্রগতির সাথে বিচার খোঁড়ায়
সে বৈষম্য বাড়ায় দুনিয়ায়
এক পারলৌকিক তর্কে বিভোর
শুভাশুভ সব কিছু গুলিয়ে যায় ।


(২২-১০-২০২২)