ও ভিন্ ধর্মী, ভিন্ন জাতি ,
বেশ-ভূষা ভাষাও ভিন্ন
যদিও মহান তাঁর বিচার ও কর্ম ,
দৃঢ়তায় সে রাখে সততার চিহ্ন ।


কিছু মোটাবুদ্ধির ঢেঁকি
মনে রোগবাঁধা, বদ হজম
সুখ ছাড়ি- অকাজের আঁকিবুকি ,
প্রভেদে ভরা ধর্মে বড়ো অহম ।


আপসে সদচিন্তন বাঁচার ধারা-জ্ঞান ,
উন্নত দেশ মান্য করে- সংবিধান ।
ধাপে-ধাপে বাঁধে সুখের বাসা-নীড়
কিছু পোষে ভাবনা জাত-পাত
বিদ্বেষে ভুলেছে আপসে সুবাদ
তারা চায় না একতায় আবাদ ,
আছে যতেক ভরা- নষ্টের ভীড় !


(২৮-০৯-২০২২)