অসময় গর্জন ঝড়ো মেঘের
ভয়ে মানুষ ছেড়ে দেয় হাত-পা ,
এ আভাস বড়ো দুঃখ কষ্টের
সমাজ দ্বন্দ্বেও নষ্ট সব অমাপা ।
মনুষ্য সৃষ্ট অরাজক ঝড়
নাড়া লাগে দেশের শক্ত ভিতে
রাজ ক্ষমতা যদি অক্ষম প্রতিকার
দেশবাসীর কপালে ঘনায় অন্ধকার ,
সেথা কত না ঝড় অকথ্য অত্যাচার ।


সমাজে সমৃদ্ধি, জনতার হাত
সাধ্য কার শান্তিধামে করে আঘাত !
জনগণ যদি সাম্য চায়- সর্বহিতে
সম্ভব সুখ-শান্তি সমাজ মাঝ
দুরাচারীর -খসে পড়ে মাথার তাজ ,
অত্যাচারে মুক্তি পায় মানুষ মহিতে ।


বৃথা না করে দ্বন্দ্বে রুধির ক্ষরণ
চাই, উপকারীকে সংরক্ষণ ,
পেতে হলে সমাজে শুভফল
তাঁর কাজে বাড়াতে হবে মনোবল ।


ক্ষুদ্র স্বার্থ-বুদ্ধি, বিভেদ চিন্তায় -
মহানতার হয় পরাজয় ,
দুঃখ-বেদনা মাতমে
দেশ রয় ভরে অরাজকতায় ।


(২৮-০৯-২০২২)