আত্মগৌরবে ভরপুর শতাংশ -
শাসক ভাবেন তিনি দেবতার অংশ ,
যখন পদে না, সরলতা উদার মন ;
সিংহাসনে উপবেসন করা মাত্র
হঠাৎ হৃদয়ে তাঁর হয় পরিবর্তন ।


দুস্থ কোটি কোটি জনতা
তার দুঃখ-কষ্ট অদেখা- উপেক্ষা ,
ক্ষমতার দম্ভে কানা
কেবল জনভোট লাভে ধ্যান
সুখ, সুশীতল ছায়-তাঁর জীবন মান ।
এ ছাড়া বিশেষ পরিবর্তন হয় না
শাসনের সূক্ষ্ম কলকাঠি সবজানা ।


যে প্রজার দিন আনা দিন খাওয়া -
তার তরে হয় মিথ্যার গান গাওয়া ,
ভোটাগ্রে নিছক সান্ত্বনা -আশ্বাসন –
যুগ-যুগ ধরে আশায় চলে আর্তর জীবন ।


(২৮-০৯-২০২২)