ছাপোষা মানুষ তার জগৎ আলাদা
শুধু নিজ সত্ত্বাটুকুই- জ্ঞাত
খাওয়ার যোগাড়ে তারা যে ভীষণ ব্যাস্ত
জীবন চলন, অলৌকিক শক্তি মানা- সদা ।
সহ্যতে দুঃখ-কষ্টে শান্ত থাকা
কর্ম ও জীবনে একান্ত চায় মঙ্গল
সামাজিক ব্যবস্থা নিয়ে না স্বরগোল ।


জাতে যার অবস্থান সেরা-আসন
তার সম্মানে কত যে লাগে ভাল !
ছোট জাতকে করা তাচ্ছল্য-হেয়
এমন কি, ভাবে না তাকে মানুষ মতন ।


ধর্মচিন্তায় বিভেদ কতর, উঁচ-নীচ ভাব -
আধুনিক বিজ্ঞান-জ্ঞান মেলে
তবু তার যায় না চিরস্বভাব ।
সুযোগে পর অনিষ্টে মন-অন্তঃকরণ ,
জানে না সর্ব সাহায্যে এ পৃথিবীর চলন
গরীব রত পর সেবায় ,
তবু তারা তাকে ভাবে না আপন ।


(২৮-০৯-২০২২)