হদয়ে অনুভব ,চাক্ষুশ স্পষ্ট দেখা
বৈচিত্রে ভরা এ সংসার -
যেন জগতের প্রতি বিযয়ে মিশে আছে
অদ্ভূত অগুণিত কাহিনী ও সমাচার ,
তবু প্রকৃতি তার কর্ম করে
সবাইকে সামঞ্জস্য রাখা নিয়ম যেন তার ।


সংস্কার, যার-যার, সুদীর্ঘদিন অভ্যাসে
কত আপনত্ব সেথা রয় –
ধর্মেও সবে আস্থায় মাতে,- বিশ্বাসে ,
কত না আনন্দধারা অন্তরে প্রবাহিত হয় ।


সবে চায় জনহিতে দু’চোখ ভরা জ্ঞানালো
সেমত খোঁজে শ্রেষ্ঠ চেতনাময় জীবন
আপন মতে সবে গর্বে থাকা ভাল ,
হোক না খান-পান রুচি যার যেমন ।


বাদসাধে, ক্ষুদ্রজ্ঞান বিড়ম্বনায়
সমালোচনায় সুধা ঢালা চর্চা চলে অনুক্ষণ
কত কত সুখ মুখরোচক ভাবনা তায় ,
ক্ষমতা-বর্চস্য, অহম , তার দুর্বল ক্ষণ
কত, বিনা কারণ বাঁধা দানে পর স্বাধীনতায় -
অযথা সমাজে বিষঘোলে অকারণ ।


(২৭-০৯-২০২২)