গাছের কোটরে পাখীর ছানা উড়তে করে ছটফট ,
অন্ধকার বাসা, আলো চায়, নেই যে তার ডানা !
ডানাও গজায় , নীল আকাশে উড়তে তার নেই যে মানা ,
মুক্ত বন্ধন , দেখে দুনিয়া,-মন ভরে ঘোরে অকপট ।
যদি থাকত উন্নত মেধা , সে হ’ত,  জগৎ সেরা জ্ঞাণী ,
এত আলো পেয়েও বোধের স্তর- জীবনবোধে তলানি ।


জ্ঞাণীরা পায় জ্ঞানালো , কৃচ্ছ্রসাধনে ভরপুর
মৃত্যুর সাথে পাঞ্জালড়ে , দেখে খরস্রোত উত্থান-পতন ,
তবু সে জ্ঞাণী কর্মে ঘৃণ্য মতি, স্বার্থ কাজে দেখা আতুর
অকালে হারায় মানবতাধর্ম আর অমূল্য জীবন রতন ।
কত না নিকৃষ্টতম অপগুণে ইচ্ছাকৃত ঘিরে
তার সুন্দর জ্ঞান পদ্মকানন অকালে যায় পুড়ে ।
অবুঝ জীব-প্রাণী তারা অপগুণ, গুণ ,ধর্ম-কর্মে ধনী
জ্ঞানে উন্নত মানুষ অপগুণে অতি নিচ তাও মানি ।


(১৫-০৪-২০২৩)