একই দেশে নানা বর্ণ-ধর্ম ভরা
বাঁচতে হবে একতায়
সহিষ্ণুতার নীতি হবে সেরা
আমুল পরিবর্তন চাই শিক্ষায় ।


এ ছাড়া অন্য যদি থাকে সুপথ
অনুশীলনে তা’ হোক খাঁটি ,-
কাজ হয় না শুধু হাওয়াই বার্তায়
জাগলে পেশীবল পরিপাটি ।


তর্ক সীমাহীন, স্বার্থ যার-যার
ধর্ম-জাতপাত প্রাচীন ভাবনা ,
যুগধারার সাথে শ্রেষ্ঠ মানবমূল্য
এ ধর্মজ্ঞান সবার হোক জানা ।


সরোবরে ফোটা পদ্মফুল
সেথা হাতির হলে আগমন -
দেখার মত উত্তম মনোরঞ্জন
মাতমে সুন্দরতা তছনছ্ ,
তার অধিক আর কি আকিঞ্চন ?


(২৮-০৯-২০২২)