উন্নতির শ্রেষ্ঠ সে উপাদান
দেশভরা তরুণ তাজা প্রাণ ,
হেথা আছে সুযোগ্য কর্মঠ মেধা
অভাব, শাসককূলের সূক্ষ্মধ্যান ।


যদিও আছে জ্ঞানী প্রদত্ত সংবিধান
না কোন চেষ্টা, বাড়াতে তার মান -
বৃথা কল্পনায় আকাশকুসুম ভাওতা
‘রামরাজ হাওয়াই মহল’- সংরচনা ,
আগামী চৌথরফা উন্নয়ন
এক কানাগলির পথে দেশ চালনা
তৃপ্তিতে প্রজার ভরে না মন ।


বাগাড়ম্বরে- ক্ষত ব্যাধি- লুকানো
সুখ্যাতি, নিজ পিঠ নিজে চাপড়ানো ,
ভাবনা বড়ো বাহাদুরী কাজ
অকাজের নীতি, ছেলে ভুলানো
একদিন মাথায় পড়ে বাজ ।


চাওয়া-পাওয়া-আশা, ধূলিতে মিশে  
প্রতারিত সে শ্রমিক চাষি ,
বেলাগাম শাসন চক্রের যাঁতায় পিষে
শেষ আশ্রয় দ্রুত গয়া-কাশী ।


(২৮-০৯-২০২২)