ভাবুক জনতারে শান্ত রাখার উপায়
আবিষ্ট কলকাঠি নাড়া ,
যদি বলা, অসম্ভব সুখ দান ,সবার
সাধ্য না কাজে পারা ।
এমত কথায় সত্যতায় মাতে-জন
কি আর- যাবে করা ?
বাধ্য হয়ে শাসক পর বিশ্বাস
বিরোধে ভাবে না তারা ।
শতাধিক কোটি জনতা নিশ্চুপ
ক্ষমতাবানের এ শব্দ শুনে ,
প্রজা, হাতপা ছেড়ে হতাশ মনে  
আকাশের 'তারা' গোনে ।


এ যুগে কেহ চায় না সে কাজ
নিজ অক্ষমতা প্রকাশ ,
প্রভু বিশ্বাসের নাও বেয়ে-বেয়ে
জনতারে বিলায় আশ্বাস ।
ধনীক শ্রেণীর দশা পোয়াবারো
তারাও রাজ মতে মাতে ,
ফাঁকে, স্বার্থীর চাপে পড়ে-পড়ে
গরীব তারা মরে ভাতে ।


শাসকের আর এক অভেদ্য বর্ম
কাজে ধর্মের বাণী টানে ,
দেশে গরীব হওয়ার দৈব কারণ
বুঝায় ধর্ম ব্যাখ্যায় মানে ।
চারিদিকে বাড়ায় উপসনালয়
অভাবী প্রজাকে রাখতে স্থির ,
উল্টোপথে মোড়ে হাওয়ার গতি
নিশ্চিন্তে, শাসক খায় ক্ষীর ।


(২৮-০৯-২০২২)
'তারা' > নক্ষত্র । প্রভু > শাসক ।