চেলেও কারো সুন্দর উত্থান রূপ-সাজ
বড়ো সে কঠিন কাজ , আজ !
খুব কম মেলে সাথী -সুমনা
বড়ো কষ্ট হয় তাকে সৎ পথে আনা ।
মধুশালায় সহজে নেওয়া যায়
কেহ কি উজানে নৌকা বেতে চায় ?


অজানা পথে চলে- চলে
ভেড় চালে ,পথিক পথ ভোলে ,
সে ধারায় শোষণ, ভড়কাউ ভাষণে  
ভাগ্য নির্মাণে করে কত আশা ,
দানাাবাঁধা মনের ঘরে সহস্র লোভের বাসা ।


পতঙ্গ তারা রঙ্গে ধায়
সে মত, কত আবোধ যে দেখা যায়
ভাল করলে মেলে কুফল
জ্ঞানী বলেন, ভাল করা নহে সরল !


(১৯-০৩-২০২৩
চেলেও > চাইলেও । বেতে >বাইতে । মধুশালা > মদের আড্ডা ।
ভেড় চাল > না বোঝা চাল, গতি । ভড়কাউ > ভড়কে দেওয়া, ভূল কথায় উত্তেজিত করা ।