স্বর- এর বুঝি না স্ব
গুলিয়ে ফেলি মাথা ,
যায় রুঠে মন, ভেবে র-এর কথা
লিখতে বসলে স্বর- আসে না মোটে
ফাঁকে , শুধু ঝামেলায় পড়ি বটে ,
শুরু হতে সব বর্ণ যেন দুর্বোধ্য -কঠোর
অন্তর জ্বালা ভরে থাকে জঠর ।


লিখে চলি বে-পটরী কথা-
যদিও জগাখিচুড়িতে ভরা সব কাব্য পাতা !
মুমূর্ষু কাব্য , জানে না ছল –
সব পণ্ডশ্রম, আসে না শুভফল
মনে হয় এ জনম হবে না সফল ,
কাব্য বুঝি আর বাঁচে না বিনাজল !


(২৪-১২-২০২২)
রুঠে > অভিমানে পরাস্ত ।