মানুষের যেন নির্জীব ভাবনা-চিন্তন
সব দায় নিয়েছে সে ‘ম্যাসিন-রাবণ’-
কার ঘাড় যে কখন চড়ে
জীবনটাই এখন মেসিন জুড়ে ।
দেখা-কীর্তিকল্প আশ্চর্য বটে
মানুষ- গভীরতায় নেয় না মোটে
মাথা গোলায় ভেলকির চোটে ,
ম্যাসিন চক্রে একদল খায় -
বোকাদল যায় লুটেপুটে ।


এও- এক আজব খেলা
খেলছে মেতে জ্ঞানী, মূর্খ ,
শারীরিক পরিশ্রমের নেইকো বালাই
চাই আরামের দিনকাল শনি-শুক্র ।


(১৭-১২-২০২২)
** কাব্য সার > মানুষ ম্যাসিনের উপর দিনোদিন নির্ভর হচ্ছে ।