প্রবীণ বলেন তার গত অভিজ্ঞতার স্মৃতি
তখন জীবনটা ছিল সুললিত- সুখময় গতি ,
আর এখন- সে দিন নেই !
মানুষ যেন গোলকধাঁধাঁয়- হারাচ্ছে খেই ।


আগে অল্প খাট ,সুখে বেড়াও
খেলা ,যাত্রা, গান-বাজনা, নিয়ে সময় কাটাও
মাছ ধরো--- , ঘুঘু তাড়ও ,
কখনো, পাল্লা দিয়ে ঘুড়ি উড়াও ।


তীর্থ ঘুরে ধর্ম করা , না কোন ছ্যাচড়ামি -
এখন অসতে মন, –যত্তো সব ইতরামি ।
এমনটা কেন হয় কাল !
অসুস্থ্যতা ভাবনা-চিন্তা, দ্বন্দ্ব , বেতাল ।
স্বার্থ মুখ্য খেয়াল
মানবতা যেন বেহাল ।


(২০-১২-২০২২)