এ কাব্যের দাম নেই
বড়োদের কোন সুখ্যাতি না ,
গত সব পচা কথার সমাবেশ
ঘ্যানঘ্যানানি আর প্যাচাল পাড়া -
শুধু শুধু পড়ে অমূল্য সময় নষ্ট- সারা ।


লেখা , গরীব খায় পান্তা
তাতে ধনীর মনে কিসের চিন্তা ?
উল্টে, দুঃখী-দুঃখী কাব্য ভাব
আধুনিক বিচারের খুব অভাব
মান্ধাতা আচার ঢেলে ,গরীবতা সাঁচে ফেলে  
লিখলে মেলে জন-শ্রাব ।


এখন ম্যাসিন, ইন্টারনেট যুগ
নূতনত্ব নিয়ে লোক মেতে আছে খুব ,
আসল শিক্ষা-সে মরে লাজে -
বৃদ্ধ-মাবাপও আর লাগে না কাজে !


(১৭-১২-২০২২)
শ্রাব > গালমন্দ