অসৎ, স্বার্থ ললুপ, অপকর্ম করে খুব ,
যদি পায় নবাবি সত্তা -
তার মত হয় না কেহ অদ্ভূত শাসনকর্তা !
প্রথমে, স্বভাবি ভাবনা তার বেহায়াপনা
নিজ চশমায় তার জগৎ ভাবনা ,
তার কর্ম-ধরণ-ধারণ প্রচেষ্টায়
দুরাচার- অত্যাচার, দেশময় জন্মায় ।
দুষ্কৃতিরা ছারপোকার মত বাড়ে
মোড়ে ,গঞ্জে ,গজায় ঝাড়ে-ঝাড়ে ,
শাসনে শাসক শূল ও কারায়,
অন্যায়- অত্যাচারে প্রজা হাঁপায়  -
বড়ো দাদাগিরি করেই তার সুখে দিন যায় ।


বুঝতে শেখে ভুক্তরা আর দেয় না ভোট ,
শাসক ভোল পালটায় -
এবার দুষ্ট ধরপাকড়ে মনোযোগী-দেখায়
লোককে শেখায়, তিনিই সুশাসক মোট ।
পেয়াদা সেও গরীব, সুযোগে, -পেয়ে কায়দা -
দূর করতে গুণ্ডা-বদ,--- ঢোল বাজায় জাদা ,
শাসক নবচালে ভোটকালে- উঠায় ফায়দা ।


জনতার গালে কি মাছি ঢোকে ?
শাসক কী তাঁর চরিত্র কোনরূপ বদলায় ফাঁকে ?


(২০-১২-২০২২)