কুৎসিত বিচারকেও ক্ষমার যোগ্য
যদি ব্যাক্তি বিশেষ গড়ে ওঠে ,
একের কর্ম পরিষ্কৃততে আছে পথ
চেষ্টায় সুধরানো যায় দোষ বটে ।


হীনমন্যতায় সমূহ হলে অযোগ্য
ওরাই আসল সর্বনাশ ডাকে
বিভেদ আনে সংসারে নানা ছলে
যারা স্বার্থান্ধে এক জাতিকে গড়ে
ধর্ম ধারণেও কটুতা ভরে তোলে ,
এমতঃ বিচার সমাজ মাঝে রাবণ
পৃথিবীর অশান্তিরমূলে মস্ত কারণ ।


তবু বিবেকবান মহানুভাব কর্মী
প্রতিরোধ করে জীবনের বিনিময়ে
আরো চাই গম্ভীর ভাবনা এ নিয়ে ,
মানুষ জ্ঞানে আজ পর্বত চূড়ায়
কিছু আছে আত্মভোলা দেখা যায়
প্রবল পক্ষ জাত্য-স্বার্থ ভাবনায় !!


(১১-০২-২০২৩)
সুধরানো > পালটানো , পরিষ্কৃত করা ।