আশা করে বাঁধে বাসা
কখনো সে বাসায় সুখ ভরে না খাসা ,
কার দোষ ? অনেক কারণ, -বোঝে ক’জন ;
ভাবে, নিজ বা দৈব অঘটন !


তবে , প্রতি ভোটকালে--- শোনা
এবার সবশোধ , গত ঋণ দেনা-পাওনা ,
দেবপুরুষ হবেন আরুঢ় সিংহাসনে----
সমষ্টি গত বিচার-মন্থন ,জনবাদ
তার নির্নয় খাঁটি পরিপাটি-- অগাধ ,
ভরবে সুখ-সমৃদ্ধির রূপ, জনে-জনে ।


কিন্তু , ঘরে- ঘরে বেকার
শ্রীধর, মুখচাপা কান্নার !
ভোটদানে করেনি জনতা ছল- রোষ
তবু এ অপগতির কার দোষ ?


বিবেক বুদ্ধি সব আতশী কাচে ফেলে -
সততায় যজ্ঞকুণ্ডে পবিত্র মনে হবন চলে ,
এমতঃ পরিস্থিতির দৈবহাত কোথায় ?
তবে ঐ শাসকগোষ্ঠী ভোটাগ্রে প্রতিবার ধায়--
মাথাঠোকার জ্বালায়- আস্থা ঘরে যায় !!


(২০-১২-২০২২)