আষাঢ়ে গল্পকরা ও কর্ম করা
অনেক অনেক তফাৎ ,
শাসন কাজে ধরা হাল
তাকে নিয়ে সমালোচনা ,
বিবেক হীনতায় ফালতু তাল -
কথা-কাজে ফারাক অগাধ ।


চাষির কর্ম নয় সময় বিনোদন
নাই ফুরসৎ দেখা দিবাস্বপন ,
বাচালতায় দিলে ধ্যান
জমি চষে, বাড়িতে বসে ,
গোলায় ওঠে না ধান !


মাঝির সাথে কাজির তুলনা
কক্ষনো হয় না তার ,
এক লগি ঠেলে নৌকা বায়
অপর , বুদ্ধি-জ্ঞানে কলম চালায় ,
কর্ম ভিন্ন, তবু  ঝুঁকি অপার ,
উভয়ে চায় শুভফলাফল কর্মে তার ।


(২৭-০৬-২০২২)