চাহিদা ভাল, ঊঁচ্চ তালগাছ -
দৃষ্টি ভাল, নীল আকাশ ,
মনটি আবার ইঁদুর মনা -
গর্ত খোঁড়ায় বারোমাস ।


সমস্যা সমাধান নিদান কালে
মনে আসে মহাস্ফূর্তি ,
কাজে, দূষণ মনেতে পোষা
পর ক্ষতিতে জীবন দ্যুতি ।


স্বার্থ-লোভে চালিত জীবন
কত না মিছা আলাপন ,
ফেলতে যেন অসীম কষ্ট
কত না ভাবা সে আপন ।


জানা সে অকর্ম, -তবু ধারণ
মোটে না কষ্ট চিন্তন
এ যেন শাশ্বত আচরণ !
যতই করি আস্থার স্মরণ
অবুঝের আত্মা,
স্বজ্ঞানে মানা পরম ধন !


(২৮-০৭-২০২২)