কত যে পাড়ে অকথ্য গালি-
কত যে খেলে, কু-রঙে হোলি !
রোজানা সীমায়, ঠেলাঠেলি -
সময় অসময় চড়ে, নরবলি !


সুলটো মুঠোয়, মারা হয় ঝাড়ু -
শান্তিতে সারে,- সুশীলা, হারু ,
জুতোর নিয়ম , আদিতে শুরু -
দেখিনা আচারে, বিভেদ কারু !


বর্ষায় চলা, ছাতা মাথায় -
সবার হাঁটাটা, দেখা যে যায় ,
নয়, উল্টো ধরাটা ছাতার মান-
নয়, আঁখি সামনে, পিছুটি টান !


ঘরের ভিতর, সবার বাস -
ঘরের কাজে , লাগায় বাঁশ ;
খিদে নয় যে, কারোর বশে ,
খেয়ে বাঁচে, মানব বিশ্বে ৷


স্নান সারা হয়, সকাল সন্ধ্যায় -
জপে-তপে, কাটানো সুসময় ;
বিভেদ কোথায় ? দেখলে ভাই ,
সত্যটা যে মানি, হাওয়াই  !


কোথায় পেলে ? বিভেদ গরল -
মনটা কর, একটু সরল ৷
কেন বিভেদ ?- ডাকো তাঁকে -
পরম আদরে,- মান যাঁকে ৷
শেষ বারেতে পঞ্চভূতে -
সবার সমান, হবে যে যেতে !


(ইং-১৩-০৭-২০১৭)
হিন্দী শব্দ- রোজানা > রোজ, প্রতিদিন
নরবলি > মানুষে মানুষ হত্যা করা