মানুষের মস্তবড়ো গুণাচরণ হাবভাবে সুবোধ ,
আপ্রাণে করে প্রতিরোধ, অসত্যকে বিরোধ
ন্যাস্ত তাঁর প্রাণমন জনহিতে করে অর্পণ ,
চায় ,বিশ্ব গড়ে উঠুক এক সুখময় ভূবন ।
অপর নিষ্ঠুর দুর্দণ্ড অত্যাচারী নিজ সুখে
সে অনুভূতিহীন, নির্মম পর দুঃখে ;
প্রকৃত কাজে ধরে না, বোধ-হুঁশ
দুষ্ট হয় ঘৃণার পাত্র সর্বমানুষ ।


অথচ সে অহিংসার পথিক, তাঁর তরে নতঃমস্তক ;
অন্তর-ঘরে দেবতা, পূজিত সে মহান সাধক ,
দেবালয়ে এখনো এ শুভফল ফলে চতুর্দিক
মানুষ মানুষকে নিয়ে বিরাজে গর্বে নির্ভিক ।
মান্য গুণে বাঁচার পথ,আর্তরে করে সেবা ,
দ্বন্দ্বে মদমত্ত সে জনকে চায় বা কেবা ?  
আরো যদি হয় জ্ঞানে অন্ধ ও বোবা
তাকে দূরে রাখে ,তোবা-তোবা ।


(ইং-২০-০৪-২০২০)