অন্ধবিশ্বাস, অজ্ঞনতা ,করতে ইতি
চলনে চাই শিক্ষাগুরু, জ্ঞান-জ্যোতি ,
যে ধরে সে ধরে, ছাপ পড়ে মনঃ পরে -
দীপ্ত স্ফূলিঙ্গ ভাতি প্রাপ্তি বুক জুড়ে ।


কঠোর ! তার ফারাক পড়ে না সুরতালে
হালে হয় নি অসর, এহেন বিপদ কালে ।
অভাগা অতীত এখনো মেলে আঁখি
ইতিহাস আর কত ভাবে দেবে সাক্ষী ?
কালের কবলে যাতনাময় খরতর গতি ,
দেখে ও দুর্দিনে ফেরে না মনুষ্য সুমতি ।


প্রদীপ্ত জ্ঞানজ্যোতি, হেলায় হয় জল ,
কালে অকালে সন্ত্রাসে হারায় মনোবল ।
অজ্ঞানী চিত্ত চিরতরে করে তোলে অস্থির ,
আসে না শান্তি ,জীবন হয় আঁধার কুটীর ।


(ইং-১৩-০৪-২০২০)