বিজ্ঞাপন, বাজারের প্রাণ-মন
যারে তারে সে করে যে আপন ,
বাছার নেই তার বাছবিচার -
সঠিক নেই নিয়ম আচার ৷


যে জাতে বড়ো ঠিকমত ,
সে বুকে ধরে না, বর্ণ ক্ষত !
যারা মস্ত বড়ো, ধনী লোক ,
হজম করে সব তাপ শোক !
একমাত্র সর্বহারা, গরীবই দুঃখী ,
বড়োরা চায়না তারা হোক সুখী !


খেচর চরে আকাশে উড়ে -
সহজে মরেনা আগুনে পুড়ে ৷
যার মধু মুখে ,জীবন কাবার -
বোঝেনা কোন দুঃখ যন্ত্রণার ৷


দাঁত এক, হয় দেখানোর-
অপরটা, আহার চিবানোর !
ধর্ম না মানিলে পরলোক ভয় ,
মেনেও তবু, হচ্ছে যে ক্ষয় !
দশের লাঠি , একের বোঝা -
অন্ধ দেশে কানা রাজা !


কল্কে, বোতলে মজা আসে ,
দু’চার সাগরেদ থাকিলে পাশে !
জোঁকের মার, দিয়ে নুন -
ছোট বড়োর মাপ, গুণাগুণ ৷
ছারপোকার চাই তাজা রক্ত !
পায়নি স্বাদ ,এখনো তিক্ত !


(ইং-০২-০৭-২০১৭)