সে বড়ো চালাক ,
বোঝে স্বার্থ, লাখ-লাখ !
আপন ভালা ছাড়া -
নেই কোন তার তাড়া ,
লাভ ক্ষতি কোথায় ?
ঘোরে নিয়ে মাথায় ৷


বহুধা, দেয় উপদেশ -
“কলিতে পালটাও বেশ !
করো না খাতির -
পথে চলা সাথীর ,
ধরো না, হাত তার-
বিপদে, খবরদার !
দেখছো, যাচ্ছে সে গর্তে ,
অনেক আছে মর্ত্যে !
কাকে-কাকে বাঁচাবে ?
ভরা আজি যে ভবে !
ছাড়ো, ঝামেলা ল্যাঠা ?
বজায় রাখো হাঁটা ,
তুমি চলো নিজ প্রথায় -
দুঃখ নয় ? পরব্যথায় !"


একদা সেই চালাক ,
নিজে হয় অবাক !
হঠাৎ সে হৃদয়াঘাতে ,
পড়ে থাকে পথে !
এক অচেনা, চলে -
তুলে তাকে কোলে ;
যায়, দূরের হাসপাতাল ,
সে বাঁচে, ভাগ্য-কপাল !
জাগে তীব্র ইচ্ছা তার -
পথিককে দেখিবার ,
তারে অদেখায় কাতর !
মনে লাগে তার -
জীবনে পহেলা বার ,
চালাক হয় দগ্ধ, ভিতর !!


(ইং-১৭-০৬-২০১৭)