ওঁরা যে সৎ , মহৎ , জন-প্রতিনিধি ,
সেবিছে দেশ-জনতারে- নিরবধি !
ভোটেতে মূষিক সে হয়েছে সিংহ  !
গ্রাহ্য করেনা এখন , সাধারণ কেহ ৷


নমুনা সদগুণ ! একটু অহংকার !
জিতে, জনতারে ভাবে বেকার !
শিখে ফেলেছে,সকল কারসাজি -
ছলনায় তিনি যে নিপুন মাঝি !  


নেতার বাসস্থানে, শেখানো বুলি-
বলবি- “নেই নেতা,গৃহ- খালি ৷”
কোন কাজে সে অমাবস্যার চাঁদ !
তাঁর দর্শন কষ্টসাধ্য, নয় সুখদ ৷


পেছনে ঘোর, যেমন লাটিম -
হৃদয়-জয় অভিজ্ঞতা! তিক্ত-নিম ৷
যতই সারো, তাঁর দর্শনে, দৌড় -
তিনি এখন,পেখমতোলা ময়ূর !


কাজেতে চক্কর, দেখা নাই-
সময় যাচনা, পাত্তা যে ছাই !
খোঁজ ফোনে, রেখ স্মরণে -
তুলিবেনা ফোন, কোন ক্ষণে ৷


মুক্তি নাই, উপায়- এ জনমে -
দোষো ? নিজেরে, মরমে-মরমে !
তাঁর দেখা ভোটেকালে, প্রতি চুনাও ,
তখন, আরো রং-রূপ, দেখে নিও !


(ইং-০৭-০৮-২০১৭)