ভাল-মন্দের দ্বন্দ্বময় সে বিচার
যখন একান্তে সাড়া দেয় মনের ভিতর
অজানায় দূষিত বাষ্প হয় ঘনিভূত- অন্তর !
অজ্ঞানতায় ঘটে যেন এ হেন আচার ,
জটিল সে ব্যাধি নয় পাছ ছাড়ার
মনে হয় মুছিবার নয় জন্মান্তর ।


নিরব দর্শক জ্ঞানী-গুণী, প্রবুদ্ধজন
তাঁরাও পায় না জয়ে চিত্ত, চিরন্তন ,
কোলঘেঁসা সায়, মনে ধরে তায়
মুমূর্ষু জ্ঞান স্থির রয়, বোধ ও ভাবনায় !
স্বপক্ষে যতই করা হোক, যুক্তি তর্ক -
ফলাফল হয় , নিদারুণ হতশ্রী- হস্র ।


(২৫-০৬-২০২৩)
হস্র > রূপ-চেহারার পরিণতি, , হতশ্রী দৃশ্য ।