এ কি দেখি খবরের শ্রী ?
কাল যে ছিল ভীষণ বিশ্রী ,
আজ হ’ল মুখ্য রূপ সর্বত্র !
খবরের একি চরিত্র ?
সুশ্রীরে কি মোহে করে অপবিত্র ।
একফোঁটা-মিষ্টিমধু পড়লেই পাতে
আবার টানবে দাঁড় সেও শত্রুর সাথে ।


বিশ্ব খবরে লোককে ভ্রমিত করে
কাজ সারে ।  কি বোঝে দুঃখী-দীন ?
অসহায় ! আর্থিক সামর্থে যারা ক্ষীণ ,
খবরে কি দেয় শিক্ষা প্রতিদিন !
এ সন্দেশ, কারা রাখে সচল
বিশেষ ভাবে যা ভরা স্বার্থ হলাহল ।


(ইং-২৪-০৪-২০২০)