ব্যাপক আয়োজন লোক উতাবেল
লক্ষ-লক্ষ প্রদীপে ভরেছে তেল ,
জনতার ধন, খরচে অঢেল -
এই তো অধুনা রাজার খেল !


ভুঁড়ি নাড়াতে, শ্বাস ফোলে -
কৃপাণ আবার কটীতে ঝোলে ৷
আতরে, চন্দনে, লেপন ভাল -
অদ্য রাজার শুভ সকাল ৷


এ বছর আকাল ! হয়নি ধান -
মোটেই কাঁদে না রাজার প্রাণ !
শতমোনে রাজার দুগ্ধে স্নান ,
তবেই তো প্রতাপীর বাড়িবে মান ?
পাশে, রাজার মূর্তি, সেও দণ্ডায়মান ,
এত উঁচু যে, ছোঁয় আসমান !


বলিছে রাজা করো জয় গান-
মাতিয়া বাড়াও, দেশের মান ৷
ঢাক-ঢোল বাজাও, হরদম -
তোল আওয়াজ, লাগাও দমক্ষম !
জানিও, এটা রাজার, রাজ্যাভিষেক ,
শোভেনা এখন করাটা আক্ষেপ ৷


(ইং-২৪-০৬-২০১৭)