মরু পাহাড় নদী ঝর্না, রূপ বদলায় ;
সময়ে অবস্থান-স্থিতি, কমবেশ হয় ৷
চরিত্র, তার স্বরূপ, স্বভাব, অক্ষয় ,
সে সাংঘাতিক দৃঢ় ! অপরাজয় ৷


কয়লার, নির্মূল হয় না তার- ময়লা ,
হাজারো ধুলেও তার রং, কালা-কালা ৷
যার চলন কু-পথ, জীবন নদে -
অকাজ-কুকাজ সারে চক্ষু মুদে !


আবার সুযোগে মারে যে ছোবল ,
মুখে লেগে যদিও, মধুর হরিবোল !
জ্ঞানে দেখেনা কভু, নীচে-উপরে ,
অপকর্মে, চরিত্রটা যে ধূমিলে ভরে !


যে স্বভাবে বিপ্লবী, চায় ক্রান্তি ,
পোষে না, জীবনে কোন ভ্রান্তি ৷
দুর্যোগ, ঝঞ্ঝা, আসুক না কেন ,
সে সতে অকুতভয়, সদা যেন !


যে সমাজসেবী, স্বভাবে প্রকৃত ,
পরহিতে উৎসর্গ প্রাণ, সাধ্য মত ৷
নিজ-ঘরসংসার করিয়া উজাড় -
তৎপর, দূরিতে পর- হাহাকার !


চলমান সমাজে কত যে মজে -
প্রকাশে চরিত্র, কথায় কাজে ৷
যুগ-যুগ ধরে, এ-চলমান ধারা -
পবিত্র-অপবিত্র, করিছে বসুন্ধরা ৷


তবু নিজ-নিজ স্বার্থ রাখিয়া বজায় -
চরিত্র পালনে, নিজেরে চায় জয় ৷
ধরিত্রী হতে পারে দু’ফাড় ,
হেথায় চরিত্র একই ! অনড় !!


(ইং-২৮-০৭-২০১৭)