সামনে ভোট ,নেতা বলেন ,
জীবন উৎসর্গ জনতার সেবায়
কেন মম প্রতি নিন্দার বন্যা ,
বিদেশে যে পড়ে পুত্র- কন্যা
কি লাভ এসব জানায় ?
কয়েকটা গাড়ী-বাড়ি যদিও আছে
এসব লাগে জনসেবার কাজে ।


খালি হাতে ঘুরি দুয়ার দুয়ার
রাত দিন নেই আর্তের খবর ;
দেশ বিদেশ ঘুরি ,দূরিতে জন দুখ্
কোথায় দেখলে আমার সুখ ?
সমাজ, দেশ নিয়ে পোহাই জ্বালা
তোমরা বৃথা দোষ ধর মেলা !


ভোট পেলেই স্বর্গে গড়ব দেশ
এতদিনে করছি কাজ, পালটাতে
নিজ সংসার- বেশ ।
ঝুগ্গি-ঝোপড়ী ,ফুটপাথ হবে শূন্য ,
গরীব নির্মূল ,হবে সুস্থ্য গণবেশ ;
তাই তো ভোট মাঁগি ভালর জন্য ।


(০৮-১১-২০২৩)